Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ পবিত্র কুরআনের আলো’র ফাইনাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’র ফাইনাল আজ প্রচার হবে বাংলাভিশনে। দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে বিকেল ৫টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মো: মোখতার আহমাদ। এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গত ১১ বছর থেকে বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও এই অনুষ্ঠানের প্রচার অব্যাহত থাকবে।’ সারাদেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৩ জন নির্বাচিত হবে। ১ম পুরস্কার হিসেবে থাকছে ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার ১ লাখ টাকা এবং সেরা তিনজনের পবিত্র ওমরাহ্ পালন। ৪র্র্থ ও ৫ম পুরস্কার ৫০ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত প্রতি জন পাবেন ২০ হাজার টাকা। প্রথম স্থান প্রাপ্ত প্রতিযোগীর শিক্ষক পাবেন পবিত্র ওমরাহ্ পালন-এর সুযোগ। এছাড়াও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জনের জন্য সিজেডএম (সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট)-এর সৌজন্যে এক বছরব্যাপি স্কলারশীপ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআনের আলো


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ