Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএইচপি কুরআনের আলোর একাদশ আসর শুরু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জনপ্রিয় টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৯ যাত্রা শুরু করলো। এই প্রতিযোগিতার এটি ১১তম আসর। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১তম আসর ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, ‘কুরআন কী বলে, এটি আমাদের প্রচার করতে হবে। মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরাট বড় রাজনীতি শুরু হয়ে গেছে। আজকে যেখানেই মানুষ হত্যা করা হয়, সেখানে বলা হয় এটা মুসলমানরা করেছে। এটা কিন্তু ঠিক না।’
তিনি বলেন, ‘পিএইচপি কুরআনের আলোর প্রতিভার সন্ধানের সদস্যরা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আশা করছি এবারও করবে।’
বিশ্বে কুরআন মানব জাতির গাইডেন্স উল্লেখ করে পিএসপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান বলেন, ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কুরআন এবং শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সল্লাল্লাহু সাল্লাম। তার নীতি ও আদর্শ অনুসরণ করলে বিশ্বের কোন মুসলিম কখনোই কোন কাজে অকৃতকার্য হবেন না।’
তিনি বলেন, ‘সবাই ভালো কাজ করতে পারে না। আল্লাহ যাকে ভালো কাজ করান, তিনি একমাত্র সেই কাজ করতে পারেন। এই অনুষ্ঠানের সাথে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ।’প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ক্বারী আবু ইউসুফ বলেন, ‘সবকিছুর সাথে সাথে কুরআনেরও মূল্যায়ন করতে হবে। এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে বলে আমরা আশা করছি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক দায়রা জজ ইসমাইল মিয়া, পিএইচপি কুরআনের আলোর ভাইস চেয়ারম্যান হাফেজ ক্বারী মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি মহিউদ্দিন হেড অফ প্রোগ্রাম কামাল প্রমুখ।
২০০৯ সাল থেকে ‘প্রতিভা আপনার সহযোগিতা আমাদের’ এই স্লোগানকে সামনে রেখে কুরআন হাফেজদের বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কুরআনের আলো ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ