Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাই গ্যালাক্সি অ্যাপে কোরিয়ান বিনোদন লাইফস্টাইল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

এখন থেকে কোরিয়ার বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান যেমন কে-ড্রামা, রিয়ালিটি টিভি শো এবং কে-পপ মিউজিক ভিডিও দেখতে পারবেন শুধুমাত্র স্যামসাংয়ের মাই গ্যালাক্সি অ্যাপ ব্যবহারকারীরা। আপাতত অ্যাপটির লাইব্রেরিতে আছে কোরিয়ান ড্রামা জাগলার্স, কুইন ফর সেভেন ডেইজ ও ম্যানহোলা এবং কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় মিউজিক প্রোগ্রাম মিউজিক ব্যাংক। ভবিষ্যতে উল্লেখিত ড্রামা ও মিউজিক প্রোগ্রামের হালনাগাদ পর্ব ছাড়াও আরো অনেক কে-কন্টেন্ট বা কোরিয়ান অনুষ্ঠান লাইব্রেরিতে যুক্ত করবে স্যামসাং। এছাড়াও জনপ্রিয় আউটলেট, রেস্টুরেন্ট, হোটেল এবং ই-কমার্স প্ল্যাটফর্মসহ অন্যান্য বিষয়াদি নিয়ে লাইফস্টাইল অফার পাওয়া যাবে স্যামসাংয়ের বিশেষ অ্যাপ মাই গ্যালাক্সিতে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে স¤প্রতি বিশ্বব্যাপী যে আগ্রহ সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের শহুরে সংস্কৃতির মধ্যেও ছড়িয়ে গিয়েছে। সহস্রাব্দের প্রজন্ম জনপ্রিয় কে-পপ সংস -এর ধাপগুলো স¤পর্কে জানে এবং বিটিএস, বø্যাক পিংক, বিগ ব্যাং, বিটিওবি, মনস্টা-এক্স-এর মতো কোরিয়ান শিল্পীদের অনুসরণ করে। বিশ্বের অন্যান্য দেশের মতো হলিউড এবং বলিউড ছাড়াও কোরিয়ান ড্রামা বা কে-ড্রামা বাংলাদেশের দর্শকদের মাঝে জনপ্রিয় হচ্ছে। কে-কনটেন্ট-এর পাশাপাশি সিক্রেট রেসিপি, মেড শেফ এবং চিজ-এর মতো রেস্টুরেন্টগুলোতে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার পাওয়া যাবে মাই গ্যালাক্সি অ্যাপ-এ। বসুন্ধরা ফান ফ্যাক্টরি চালডাল ডট কম, বাগডুম এবং নেপালের হিমালয় ফ্রন্ট রিসোর্ট এবং ওয়াটার ফ্রন্ট রিসোর্টের কেজিএইচ গ্রæপে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন সম্মানিত গ্রাহকরা। এছাড়া বাংলাফ্লিক্সে কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই বাংলা সিনেমা, টিভি সিরিজ এবং মিউজিক উপভোগ করতে পারবেন মাই গ্যালাক্সি অ্যাপ ব্যবহারকারীরা। ভবিষ্যতে এধরনের আরো আকর্ষণীয় অফার নিয়ে আসবে স্যামসাং।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনোদন

১৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ