Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুমন্ত অবস্থায় খুন হন অমিত মুহুরী!

আসামি রিপনকে ৫ দিনের রিমান্ডের আবেদন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে দুর্ধর্ষ যুবলীগ সন্ত্রাসী অমিত মুহুরী হত্যার ঘটনাকে মারামারি নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ-ডিবি। কারা কর্তৃপক্ষ ঘটনাকে মারামারি বলে দাবি করলেও পারিপাশ্বিক অবস্থা বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দুজনের মধ্যে মারামারি হলে একজন পুরো অক্ষত থাকার কথা নয়।

তাছাড়া একজন একাই তাকে ইটের আঘাতে জর্জরিত করলো আর সে নিজেকে রক্ষায় কিছুই করলো না তাও বিশ্বাসযোগ্য নয়। ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, অমিতকে ঘুমের মধ্যেই আক্রমণ করা হয়েছে। আর এই কারণে তার জখম ছিলো মারাত্মক এবং সে নিজেকে রক্ষায় কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে এই খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত রিপন নাথকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে মনে করেন ডিবির কর্মকর্তারা।

ইতোমধ্যে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে ডিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিকাশ সরকারের এই আবেদনের উপর আগামী সোমবার শুনানি হবে।

বুধবার রাত ১১টায় কারাগার থেকে অমিতকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এই ঘটনায় বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানায় মামলা করেছেন কারাগারের জেলার নাসির আহমেদ। মামলায় ৩২ নম্বর সেলের আরেক হাজতি রিপন নাথকে (২৭) আসামি করা হয়েছে।

এজাহারে তিনি উল্লেখ করেন ৩২ নম্বর সেলের কক্ষে অমিত মুহুরীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে রিপন। কারারক্ষীরা ঘটনা দেখতে পেয়ে আহত অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কারাগারে পরিদর্শন শেষে বলেছেন, ঘুমন্ত অবস্থায় আরেক বন্দি মাথায় ইট দিয়ে আঘাত করে অমিতকে হত্যা করেছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে অমিত মুহুরীকে হত্যার রহস্য খুঁজছে ডিবি। ডিবির কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত রিপন নাথের বাড়ি সীতাকুন্ডে। তার সাথে অমিতের কোন শত্রুতার কথা কারো জানা নেই। অমিত ১৭ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি। অন্যদিকে অল্পকয়েক দিন আগে অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান রিপন নাথ। এক সেলে থাকার কারণে নিজেদের মধ্যে বিরোধের কারণে অমিতকে হত্যা করা হয়েছে তা মানতে নারাজ ডিবি। এক্ষেত্রে রিপন কারো হয়ে কাজটি করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির কর্মকর্তারা।

ভয়ঙ্কর সন্ত্রাসী অমিত মুহুরী যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন্ধু ও যুবলীগ কর্মী ইমরানুল হককে নৃশংসভাবে খুনের পর ড্রামে ভরে এসিড দিয়ে লাশ গলিয়ে দিঘীতে ফেলার মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর অমিত মুহুরীকে গ্রেফতার করে পুলিশ। ২০১৩ সালে সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে জোড়া খুন, ২০১৭ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন নগরীর ডিসি হিলে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায়ও আসামি ছিল অমিত মুহুরী। তার বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগের অর্ধডজন নেতাকর্মীকে হত্যার অভিযোগও রয়েছে। কারাগারে তার খুন হওয়ার ঘটনায় যুবলীগের বিরোধের কোন যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।



 

Show all comments
  • Mir Irfan Hossain ১ জুন, ২০১৯, ২:০৪ এএম says : 0
    অমিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
    Total Reply(0) Reply
  • Ranvir Razz ১ জুন, ২০১৯, ২:০৪ এএম says : 0
    Ripon ki akon cel e ache??
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১ জুন, ২০১৯, ২:০৫ এএম says : 0
    সঠিক বিচার যখন এদেশের মাটিতে হয়না তখন এরূপে চির-প্রস্থান একেবারে মন্দ নয়। অন্ততঃ সরকার পক্ষের কেউ কেউ হাফ ছেড়ে বাঁচলো।
    Total Reply(0) Reply
  • Md. Fokir ১ জুন, ২০১৯, ২:০৬ এএম says : 0
    ধর্ষণ বৃদ্ধি,পিতৃহত্যা,মাতৃহত্যা অথবা সন্তানহত্যা, মসজিদ-গির্জায় প্রার্থনারত মানব হত্যা,,,পরকীয়া বৃদ্ধি,পদস্থ ও রাজনীতিকদের থাপ্পড়দান-ডিম নিক্ষেপ,,ঘনঘন উড়োজাহাজ-বিমান বিধ্বস্ত হওয়া,নির্বাচনে ডাকাতি করেও নিজেদের ধোয়া তুলসিপাতা ভাবা,,শিক্ষকদের নৈতিক স্খলন,,আলেম-বুজুর্গানদের মতভেদ, প্রকৃতির অস্বাভাবিক বৈরিতা,বানিজ্যযুদ্ধের নীরব দামামা,নজিরবিহীন অগ্নিকাণ্ড ইত্যাদি এখন নিত্যদিনের ঘটনা। তার মধ্যে অমিত এর মতো খুনি তো দরকার হয় l
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১ জুন, ২০১৯, ২:০৬ এএম says : 0
    এই মাপের সন্ত্রাসীরা অনেকেই তো ক্ষমা পেয়ে যাচ্ছেন। এর ক্ষেত্রে কেন এমন হল কে জানে?
    Total Reply(0) Reply
  • Nahid-ul Karim ১ জুন, ২০১৯, ২:০৭ এএম says : 0
    উনি একজন লক্ষ কোটি মানুষের মতই মানুষ ............ কিন্তু উনার চারিত্রিক বৈশিষ্ট্য "সাইকো" ......... এই বিশেষ মানুষ সমাজে পাওয়া যায় ভয়ঙ্করের মাত্রা অনুযায়ী গড়ে প্রতি ১০০ জনে একজন ...... উন্নত বিশ্বে প্রাথমিক অবস্থায় এই ধরনের অপরাধী দেখা গেলে তাদের নজরে রাখা হয় বা সংশোধন কেন্দ্রে পাঠানো হয় ......... আর আমাদের মত দেশে সমাজেই এদেরকে ব্যাবহার করা হয় বিভিন্ন ভাবে মুক্ত রেখে ......... একজন সাইকোপ্যাথ এর কোন অনুভূতি থাকে না ...... আর সে যদি অপরাধী হয় সেখানে খুন, ডাকাতি, নির্যাতন কি সেটা তার বোধই থাকে না ...... নিজের ভালো লাগার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে নির্লিপ্তভাবে।
    Total Reply(0) Reply
  • Md. Mofazzal Hossain ১ জুন, ২০১৯, ২:০৭ এএম says : 0
    রাষ্ট্র ব্যবস্থা্র ৈতিক অবক্ষয়, ঘুণে ধরা সমাজ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, ক্ষমতার উচ্চপর্যায় থেকে ্ফাঁসির আসামীদের ক্ষমা; এধরণের অবমানব দে্র ৈরি করে। পারিবারিক শিক্ষার অভাব, সুস্থ বিনোদনকেন্দ্রের অভাব, অতি দ্রুত ক্ষমতার শীর্ষে আরোহণ, অপরিকল্পিত নগরায়ন সবকিছুই দায়ী। এগুলোর কোন আশু সমাধান নাই।।
    Total Reply(0) Reply
  • Kazi Shahjan Mia ১ জুন, ২০১৯, ২:০৭ এএম says : 0
    বাংলাদেশে খুন করে জামিন পাওয়া যায়, খুন করে রাষ্ট্রপতির ক্ষমায় সাজাও মওকুফ হয়ে যায়। বের হবার পরও তারা আবারও খুন করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ