রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুকুরের কবল থেকে একদিন আগে নিখোঁজ মাজেদুল (৩২) লাশ গতকাল বৃহস্পতিবার সকালে কলারোয়া-শার্শার সংযোগ স্থল রামভদ্রপুর একটি মাছের ঘেরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার শ্রীরামপুর গ্রামের মাওলানা রিয়াজুল ইসলামের পুত্র। মাছের চারা পোনা গ্রামে ফেরি করে বিক্রি করে মাজেদুল জীবিকা নির্বাহ করত।
এলাকাবাসি সুত্রে জানা যায়, প্রতিদিনের মত গতপরশু গত বুধবার সকালে মাজেদুল মাছের পোনা আনার জন্য বাই-সাইকেলযোগে শার্শা উপজেলার বাগআঁচড়া রওনা হয়। কিন্তু সন্ধ্যা অবধি বাড়ি না ফেরার বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাগআঁচড়ার রাস্তায় ন’কাটি বিলের খলিলের বটতলায় মাজেদুলের সাইকেল পড়ে পাওয়া যায়।
পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে রামভদ্রপুর মাঠে মিঠু মেম্বরের ঘেরে কর্মরত শ্রমিকরা পার্শ্ববর্তী এলাকায় কুকুরের বেপরোয়া হাকডাক ও কামড়া কামড়ির শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। কুকুরের মুখ থেকে লাশ কেড়ে নিয়ে শ্রমিকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।