Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসি সমর্থকদের ‘গুড বাই’ বললেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ৪:৩৪ পিএম

গুঞ্জন সত্যি হলে চেলসির হয়ে এডেন হ্যাজার্ডের শেষ ম্যাচ এটি। সেক্ষেত্রে বেলজিয়ান মিডফিল্ডারের বিদায় এর চেয়ে ভালো হতে পারত না। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে নিজে করলেন দুই গোল, একটিতে করলেন সহায়তা। দারুণ ফুটবলে নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের স্বপ্ন ভেঙে শিরোপা জিতে নিয়েছে চেলসিও।
গতকাল নিজেদের শহর লন্ডন থেকে প্রায় আড়াই হাজার মাইল দূরে আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে উনাই এমিরির দলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মাউরিসিও সারির চেলসি।
ম্যাচ শেষে প্রিয় সমর্থকদের প্রচ্ছন্নভাবে বিদায়ী বার্তা দেন রিয়ালে যোগ দিতে যাওয়া হ্যাজার্ড, ‘আমার মনে হয় এটাই আমার বিদায়ী ম্যাচ কিন্তু ফুটবলে কখন কী ঘটবে তা আপনি জানেন না।’ আর চেলসি কোচের কথা, ‘আমি জানি সে যেতে চাচ্ছে এবং অবশ্যই আমাকে তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’ ইতালিয়ান কোচ বলেন, ‘সে দারুণ খেলোয়াড়। তাকে বুঝতে আমার দুই থেকে তিন মাস সময় লাগে এবং এখন আমি জানি, সে অসাধারণ একজন মানুষ।’
২০১২ সালে লিগ ওয়ানের দল লিল থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজের দলে যোগ দেন হ্যাজার্ড। সাত বছরের ক্যারিয়ারে ‘ব্লুজ’ খ্যাত দলটির হয়ে ৩৫২ ম্যাচে করেন ১১০ গোল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ