Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শপথের আগে গান্ধী-বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধা জানালেন মোদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১১:৩৩ এএম

টানা দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগে ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ মহাত্মা গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি শপথ নিতে যাচ্ছেন। এর আগে সকালে দেশের সাবেক দুই কর্ণধারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাষ্ট্রপতি ভবন। অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন এশিয়া অঞ্চলসহ আরও বেশ কয়েক দেশের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলরা।

সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তার প্রশাসন নরেন্দ্র মোদী এবং পরিষদের অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবে। এসময় অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা, রাজনীতিবিদ ও সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন।

দেশের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) একটি বিশাল জয় উপহার দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। নিরঙ্কুশ জয়ের আনন্দে এবারও আয়োজনের কমতি নেই শপথ অনুষ্ঠানে, বরং অন্যান্য বারের চেয়ে এবার অনেকটা ভিন্ন। রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত হবেন দেশ-বিদেশের রেকর্ড সংখ্যক বা প্রায় আট হাজার অতিথি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ