Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হোপের লক্ষ্য ‘৫০০’!

বিশ্বকাপ ২০১৯

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৭:৪৬ পিএম

‘এটা আমাদের একটা লক্ষ্যের মতো এবং আমরা এটা অর্জন করতে চাই’- বলেছেন ওয়েষ্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান শাই হোপ। কিন্তু কি প্রসঙ্গে বললেন তিনি? বিশ্বকাপে ‘৫০০’ রানের মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে এই উত্তর দিয়েছেন এই তারকা! তিনি আরও বলেছেন, ‘প্রথম দল হিসেবে ৫০০ রান ছুঁয়ে দেখা অবশ্যই রোমাঞ্চকর। আমি আশাবাদী আমাদের ব্যাটিংয়ের সেই সামর্থ্য রয়েছে।’
বিশ্বকাপে বিগত আসরগুলোতে ভালো খেলেও শূণ্যহাতেই ফেরত গেছে ওয়েষ্ট ইন্ডিজ। এবারের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পারফরম্যান্সে খুশি হোপ। মানসিকভাবে নিজেদের পরিবর্তনের মাধ্যমেই বড় রানের স্কোর করা সম্ভব বলে মনে করেন তিনি, ‘আমার মানসিক অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আমার প্রস্তুতিতেও খুব বেশি পরিবর্তন করিনি। কিন্তু খেলার স্টাইলের পরিবর্তন করে কিভাবে রান করা যায় সেই চেষ্টা করতে হবে।’
ইংলিশ কন্ডিশন মাথায় রেখে স্বাগতিক ইংল্যান্ড ‘৫০০’ রানের মাইলফলক স্পর্শ করতে পারে বলে মন্তব্য করেছিলেন বিরাট কোহলি। কারন তাদের স্কোয়াডে বেশকিছু ‘পাওয়ার হিটার’ আছে। ভারতীয় অধিনায়ক হয়তো ওয়েষ্ট ইন্ডিজের কথা ভুলে গিয়েছিলেন। সেটাও কিভাবে সম্ভব? এই দলে যারা খেলে তাদের সবাই ‘পাওয়ার হিটার’।
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে। সেই উত্তাপ কি আরও একটু বাড়িয়ে দিলেন শাই হোপ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট বিশ্বকাপ

২৫ জানুয়ারি, ২০২১
১৭ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ