পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার ইসরাইলের রকেট হামলায় এক সিরীয় সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছেন। হামলার পর এক বিবৃতিতে সিরিয়ায় সেনা অবস্থানের ওপর হামলার কথা স্বীকার করে ইসরাইল বলেছে, তারা কেবল ইরানের সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের একটি যুদ্ধবিমানে হামলার পর ওই রকেট হামলা চালানো হয় বলে দাবি ইসরাইলের। খবর ডেইলি সাবাহর। অন্যদিকে সিরিয়া দাবি করছে, গত দশ দিন ধরে বিনাউসকানিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল ইকবারিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে অধিকৃত গোলান মালভূমির কাছে খান আরনাবেহ শহরে সেনাঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ওই রকেট হামলা চালায়। এ নিয়ে ইসরাইল চলতি মাসে দুবার সিরিয়ায় হামলা চালিয়ে সফল হয়েছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার ইদলিব প্রদেশে সোমবার সরকারি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে শিশুসহ অন্তত ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের এই প্রদেশ জিহাদিদের সর্বশেষ ঘাঁটি। খবর এএফপি’র। ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকা, হামা ও লাতাকিয়া সিরিয়ার সাবেক আল-কায়েদা অনুগত জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম’র নিয়ন্ত্রণে রয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশুসহ ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে। সংস্থাটি আরো জানায়, একই প্রদেশে বিমান হামলায় ১২ বেসামরিক লোক নিহত হওয়ার একদিন পর সর্বশেষ এই হতাহতের ঘটনা ঘটল। পর্যবেক্ষণ সংস্থা জানায়, এপ্রিলের শেষ দিক থেকে সহিংসতার বেড়ে যাওয়ায় ২৫০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ডেইলি সাবাহ, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।