Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিমি-নুসরাত সংসদে, রামগোপালের কটাক্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৫:৪২ পিএম

ভারতের জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। সোমবার সংসদে ছিল তাদের প্রথম দিন। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলেন দুই নায়িকা। সংসদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে তোলা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও। আর তার পর থেকেই নানা তির্যক মন্তব্যের শিকার হয়েছেন তারা।

তাদের কটাক্ষ করতে বাদ গেলেন না পরিচালক রামগোপাল বার্মাও। নুসরাত ও মিমির একটি টিকটক ভিডিয়ো লিঙ্ক শেয়ার করে রামু লিখলেন, ‘অসাধারণ! বাংলা থেকে নতুন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ভারত সত্যিই ভীষণ উন্নতি করছে। দেশের এমন সাংসদদের দেখা চোখের জন্যও আরামদায়ক।’

প্রসঙ্গত, বসিরহাট কেন্দ্র থেকে নুসরাত জিতেছেন ৩,৫০,৩৬৯ ভোটে। অন্যদিকে যাদবপুর কেন্দ্র থেকে মিমি জিতেছেন ২,৯৫,২৩৯ ভোটে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ