নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইউরো ২০২০ বাছাইপর্বের জন্য ঘোষিত ইতালির ৩৩ সদস্যের প্রাথমিক ফুটবল দলে ডাক পেয়েছেন তুরিনো ফরোয়ার্ড আন্দ্রে বেলোত্তি। তবে রবার্তো মানচিনির বিশাল বহরেও জায়গা হয়নি মার্সেই তারকা মারিও বালোতেল্লির।
গত সেপ্টেম্বর থেকে জাতীয় দলে অনুপস্থিত ছিলেন বেলোত্তি। তবে মানচিনি ঠিকই তাকে ফিরিয়ে এনেছেন। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ছিটকে গেছেন এসি মিলান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। তবে জায়গা হয়নি বালোতেল্লির।
জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপ মার্সেইতে যোগ দেয়ার পর থেকে ১৫ ম্যাচে বালোতেল্লি করেছেন ৮ গোল। সেপ্টেম্বর থেকে তিনি কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সাবেক ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তের অধীনে একবার জাতীয় দলে ডাক পাওয়া রোমার অ্যান্তোনিও মিরান্তে ডোনারুমার স্থানে দলে জায়গা করে নিয়েছেন। তার সাথে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন আটলান্টার গোলরক্ষক পিয়ারলুইগি গোলিনি।
কাগলিয়ারি ফরোয়ার্ড লিওনার্দো পাভোলেত্তি আক্রমণভাগে বেলোত্তির সাথে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সাথে আরো আছেন স্টিফেন এল শারাভি ও এবারের সিরি-এ মৌসুমে সর্বোচ্চ ২৬ গোল করা ৩৬ বছর বয়সী সাম্পদোরিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড ফ্যাবিও কুয়াগলিয়ারেলা। রক্ষনভাগে চেলসির এমারসন পালমেইরি, তোরিনো আরমানডো ইজ্জো ও জুভেন্টাসের জুটি লিওনার্দো বনুচ্চি ও গিওর্গিও চিয়েলিনি রয়েছেন।
ইউরোপীয়ান অনুর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে দলে ডাকা হয়েছে তরুন ময়সে কিন, ফেডেরিকো চিয়েসা, নিকোলো বারেলা ও লোরেনজো পেলেগ্রিনিকে।
আগামী ৮ জুন এথেন্সে গ্রীস ও ১১ জুন তুরিনে বসনিয়ার মুখোমুখি হবে ইতালি। ‘জি’ গ্রুপের অন্য দলগুলো হলো ফিনল্যান্ড, আর্মেনিয়া ও লিচেনস্টেইন। দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে আজ্জুরিরা গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
স্কোয়াড :
গোলরক্ষক : আলেসিও ক্রাগনো, পিয়ারলুইগি গোলিনি, সালভাতোরে সিরিগু, এন্টোনিও মিরান্টে।
ডিফেন্ডার : ফ্রান্সেসকো আকারবি, ক্রিস্টিয়ানো বিরাগি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও কিয়েলিনি, মাত্তিয়া ডি সিগলিও, এমারসন পালমেইরি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, আরমান্ডো ইজ্জো, গিয়ানলুকা মানচিনি, আলেসিও রোমাগনোলি, লিওনার্দো স্পিনাজ্জোলা।
মিডফিল্ডার : নিকোলো বারেলা, ফেডেরিকো বার্নারডেশি, ব্রায়ান ক্রিসটেন্ট, জর্জিনহো, লোরেনজো পেলেগ্রিনি, স্টিফানো সেনসি, মার্কো ভেরাত্তি, নিকোলো জানিয়োলো।
ফরোয়ার্ড : আন্দ্রে বেলোত্তি, ফেডেরিকো চিয়েসা, স্টিফান এল শারাভি, ভিসেনজো গ্রিফো, সিরো ইমোবিলে, লোরেনজো ইনসিগনে, মোয়েস কিন, লিওনার্দো পাভোলেত্তি, মাত্তেও পোলিটানো, ফ্যাবিও কুয়াগলিয়ারেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।