মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় এক মুসলিম যুবককে মারধর এবং নাম বলায় অপর এক মুসলমান যুবককে গুলি করা হয়েছে। মাথায় টুপি পরার অপরাধে মোহাম্মদ বরকত নামের এক মুসলমান ব্যক্তিকে পিটিয়েছে কয়েকজন যুবক।
গত রোববার রাতে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এ ঘটনা ঘটেছে। লাঞ্ছনার শিকার ২৫ বছর বয়সী ওই যুবক ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তার মাথায় ছিল টুপি। যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে পাঁচ-ছয় যুবক তাকে ঘিরে ধরে। নামাজের কথা বলার পরই ওই যুবকরা রেগে যায়। এরপর তারা ওই যুবকের টুপি খুলে নেয়। তারা জানায়, ওই এলাকায় মাথায় টুপি পরে চলাফেরা করা নিষেধ। অভিযোগ উঠেছে, শুধু মাথার টুপি খুলে নেয়াই নয় বরকতকে থাপ্পড়ও মেরেছে তারা। এছাড়া তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বলা হয়। এমনকি শূকরের মাংস খাওয়ানোরও হুমকি দেয়া হয়। গুরুগ্রামে টেইলারিং শিখতে আসা বরকত বলেন, তারা আমাকে ‘জয় শ্রী রাম’ বলতে বলে। আমি সেটা বলতে অস্বীকার করলে, আমাকে শূকরের মাংস খাওয়ানোর হুমকি দেয় তারা।
তিনি অভিযোগ করে বলেন, ওই ব্যক্তিরা এক পর্যায়ে একটি লাঠি নিয়ে আমাকে পেটাতে থাকে এবং লাথি-কিলঘুষি মারতে থাকে। এদিকে বরকতকে মারধরের ঘটনায় গুরুগ্রামের সর্দার বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, কারা ওই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। এছাড়া অশান্তি এড়াতে সতর্ক থাকার কথাও জানিয়েছে পুলিশ।
অপর এক ঘটনায় মুসলমান এক যুবক নিজের নাম না বলায় এবার গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার ভারতের বিহারের বেগুসরাই জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই মুসলমান ব্যক্তির এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবকের নাম মোহাম্মদ কাশিম।
জানা যায়, ব্যবসায়িক কাজে কাশিম তার মোটরসাইকেলে করে পাশের গ্রাম কুম্ভিতে যান। ওই গ্রামের রাজিব যাদব নামের এক ব্যক্তি তার নাম জিজ্ঞেস করেন। এসময় কাশিম তার নাম বললে যাদব তাকে গুলি করে এবং বলে তোমার পাকিস্তানে চলে যাওয়া উচিত।
কাশিম আরো বলেন, রাজিব একবার গুলি চালানোর পর আবার তার বন্দুকে গুলি ঢোকাতে শুরু করে। এসময় আমি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে আসি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কাশিম। পুলিশ যাদবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। সূত্র : এনডিটিভি/ দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।