বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর। ঘর থেকে মালামাল আনতে গিয়ে পুড়ে মারা গেছেন মিলন বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। রোববার (২৬ মে) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন বেগম ওই বাড়ির মো. মোস্তফা মুন্সীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সাথে সাথে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোস্তফা মুন্সী জানান, তার স্ত্রী ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দ্বগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ২টি বসত ঘর, একটি রান্না ঘরসহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।