Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১০:৫৬ এএম

ঈদ উপলক্ষে রাজধানীতে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। শেষ দিনেও স্টেশনগুলোতে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আজ বিক্রি হচ্ছে ৪ঠা জুনের টিকিট।

শেষ দিনের টিকিটের জন্য গতরাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিট প্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ঠা জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট।

এদিকে, আগামী ২৯শে মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ২৯শে মে দেয়া হবে ৭ই জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১শে মে এবং ১লা ও ২রা জুন দেয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ই জুনের টিকিট।

একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ