Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে জয়ের পর তারকাদের শুভেচ্ছায় ভাসছে নরেন্দ্র মোদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৮:৫১ পিএম

সম্প্রতি ভারতের লেকাসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের পর দ্বিতীয়বারের মতো দেশটিতে সরকার গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ বিশ্বের সব চেয়ে বড় গণতন্ত্রের দেশটির এবারের নির্বাচনে একক আধিপত্যে জয় লাভ করেছে নরেন্দ্র মোদী। কারণ ৩০০ এর বেশি আসন পেয়ে জয় লাভ করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা গেছে চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাদের। কেউ আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করেও দিয়েছেন কোনো নির্দিষ্ট দলকে সমর্থন।
আবার কেউ প্রকাশ্যে সমর্থন না দিলেও মনে মনে কোনো দলকে সাপোর্ট দিয়েছেন। এর প্রমাণও মিলেছে নির্বাচন চলাকালীন তারকাদের কর্মকান্ডে। তবে ফলাফল প্রকাশের পর সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করা বেশির ভাগ তারকাই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই তালিকার উপরেই আছেন বলিউড সুপারস্টার সালমান খান, অক্ষয় কুমার, অর্জুন পারমাল, রজনীকান্ত, প্রীতি জিনতা, টুয়েঙ্কেল খান্না, শিল্পা শেঠি, অজয় দেবগণ, স্বরা ভাস্বকর, কঙ্গনা রানাওয়াত সহ অনেকে।
নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটারে সালমান খান লিখেছেন, ‘চূড়ান্ত বিজয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে অনেক অভিনন্দন। ভারতকে শক্তিশালী করতে আমরা আপনার পাশেই আছি।’
অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘ঐতিহাসিক এই জয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি’কে আন্তরিক অভিনন্দন। আপনার প্রচেষ্টায় দেশ অগ্রসর হচ্ছে এবং বিশ্ব মানচিত্রে স্বীকৃতি পাচ্ছে। দ্বিতীয়বারে আপনার আরও সাফল্য কামনা করছি।’
অক্ষয়পত্নী টুয়েঙ্কেল খান্না লিখেছেন, ‘শুভ বিজয়ের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে অভিনন্দন। গণতন্ত্র সবসময় উদযাপন করা উচিৎ।’
দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লেখেন, সম্মানিত প্রিয় নরেন্দ্র মোদী জি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনি এটা করতে পেরেছেন। ঈশ্বর আপনার সহায় হোক।
এদিকে নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বেশির ভাগ তারকা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেও এই তালিকায় নাম ছিল না বলিউড বাদশা শাহরুখ খানের। তবে কিছুটা দেরিতে হলেও কিং খানও জানিয়েছেন অভিনন্দন।
টুইটার বার্তায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান লিখেছেন, ‘আমি ভারতীয় হিসেবে গর্বিত। গণতন্ত্রের রায়ে আমরা আমাদের পছন্দের লোককে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে আমাদের এই সরকারের পাশে থাকতে হবে। গণতন্ত্রই জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমার তরফ থেকে রইলো অনেক শুভেচ্ছা।’



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৬ মে, ২০১৯, ১০:১০ এএম says : 0
    আমি মুদি, বুদিকে ঘৃণা করি। ভোট চুর, ভোট চুন্নি ঘৃণিত। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ