Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্ধ্রপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের চেয়ে না ভোট বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৮:২৪ পিএম

ভারতের লোকসভা নির্বাচন শেষে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। আর গতবারের লজ্জাজনক পরাজয়ের পর এবার দ্বিতীয়বারের মতো বড় ভরাডুবিতে কংগ্রেস।

তবে এসবের মধ্যে দেশটির অন্ধ্রপ্রদেশের চিত্র পুরোপুরি ভিন্ন। সেখানে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে এত কম ভোট পড়েছে যে তা আলোচনায় না এসে পারছে না। বড় দল দুটির ঝুলিতে এত কম ভোট পড়বে, যা সত্যিই অবাক করার মতো বিষয়।

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজেপি ও কংগ্রেস যে ভোট পেয়েছে তার চেয়ে সেখানে ‘না’ ভোট বেশি পড়েছে।
এই চিত্র কেবল লোকসভা নির্বাচনের ক্ষেত্রেই না, বিধানসভা নির্বাচনেও দল দুটির চেয়ে ‘না’ ভোটই বেশি পড়েছিল।

অন্ধ্রপ্রদেশে বিজেপি পেয়েছে মাত্র ০.৯৬ শতাংশ ভোট, কংগ্রেস সামান্য বেশি ১.২৯ শতাংশ। আর এ দুটি দলই না, এমন ১.৫ শতাংশ ভোট পড়েছে। ১৭৫ আসনের বিধান সভা নির্বাচনের সময়ও একই চিত্র ছিল।

সেবার বিজেপি ০.৮৪ শতাংশ, কংগ্রেস ১.১৭ শতাংশ এবং দু দলকেই না বলেছেন ১.২৮ শতাংশ ভোটার। কাজেই এ নির্বাচনে জমানত হারিয়েছেন সব প্রার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ