Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির হাতে ষষ্ঠ গোল্ডেন শু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৭:১৪ পিএম

আগেই জানা গিয়েছিল, ক্যারিয়ারের ষষ্ঠ ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন লিওনেল মেসি। তবে শুক্রবার রাতে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। আর টানা ১১তম বারের মতো এই পুরস্কারটি লা লিগায় খেলা কোনো খেলোয়াড় জিতল।

মেসি অবশ্য সবচেয়ে বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন এবার। তার বর্তমান বয়স ৩১ বছর ১১ মাস ২৫ দিন। এর আগে হুগো সানচেজ মেসির চেয়ে ১ মাস ১ দিন বেশি বয়সে গোল্ডেন শু জিতেছিলেন ১৯৯০ সালে।

ইউরোপের সেরা লিগগুলোয় খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন শু। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমে ৩৪ ম্যাচে মেসি ৩৬ গোল করেছেন। যা ইউরোপের মধ্যে এই মৌসুমে সর্বোচ্চ।

পুরস্কার জয়ের দৌড়ে তার পেছনে ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর কালিয়ান এমবাপে। তিনি করেছেন ৩৩ গোল। যদিও শেষ ম্যাচে ৫ গোল করে মেসিকে পেছনে ফেলার সুযোগ ছিল ফরাসি এই স্ট্রাইকারের সামনে। কিন্তু ওই ম্যাচে তিনি মাত্র একটি গোল করতে পারেন।

২০১৪ সালে এই পুরস্কারটি ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ যৌথভাবে পেয়েছিলেন। ২০০৭-০৮ মৌসুমে রোনালদো এই পুরস্কার জিতেছিলেন যখন তিনি স্পেনে খেলতেন না। খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে। এরপর রিয়ালে যোগ দিয়ে আরো তিনবার তিনি এই পুরস্কার জিতেছিলেন।

মেসি জিতেলেন ৬ বার। যদিও এই পুরস্কার নিতে এসে মেসি বলেছেন যে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে বিদায় নেওয়ার দুঃসহ স্মৃতি এখনো পীড়া দিচ্ছে তাকে, ‘আসলে আমি গোল্ডেন শু নিয়ে ভাবছি না। এই পুরস্কারের বিষয়টি আমার মাথায়ই ছিল না। লিভারপুলের কাছে হারের বিষয়টি এখনো পীড়া দিচ্ছে আমাদের। বিশেষ করে আমাকে।’

আজ শনিবার স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচটি যদি তারা জিততে না পারে তাহলে পরিস্থিতি আরো কঠিন হবে মেসি-কুতিনহোদের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ