Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালুয়াঘাটে কৃষককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৩:০৫ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটের কাজিয়াকান্দা গ্রামে আবদুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল সন্ধ্যায় গরুর সবজি খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিহত আবদুর রাজ্জাকের বসতবাড়িতে প্রতিবেশী হেলালের (৩২) গরুর বাছুর ঝিঙ্গা গাছ খেতে আসলে রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন লাঠি দিয়ে তাড়িয়ে দেন। তাড়া খেয়ে বাছুরটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এই ঘটনায় হেলাল উদ্দিনের মা খোদেজা (৫২) দেখতে পেয়ে হেলাল ও তার স্ত্রীকে জানায়।

পরে সম্মিলিতভাবে হেলাল গংরা রাজ্জাকের বাড়িতে এসে তর্কবিতর্কের একপর্যায়ে এলোপাতাড়ি কিলঘুসি ও পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনায় নিহতের ছেলে আমিনুল ইসলাম (২৩) বাদী হয়ে তিনজনকে আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন হেলাল উদ্দিন (৩২), আকলিমা খাতুন (২৫) ও খোদেজা খাতুন (৫২)। পুলিশ আকলিমা ও খোদেজাকে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ