গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মহাসচিব পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. আব্দুস সালাম।
হারুন অর রশীদ ও আব্দুস সালাম পরিষদের বিজয়ী অন্যরা হলেন- কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি ডা. সেলিম, যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান।
ড্যাবের এই নির্বাচনে ডা. হারুন অর রশীদ ও ডা. আব্দুস সালাম পরিষদের সকলেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ড্যাবের মোট ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট পড়েছে ২৪৮টি। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলা থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।