Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপান-অস্ট্রেলিয়া গ্রুপে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ৯:১৭ পিএম

এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে এবারো জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে লাল-সবুজদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টের মুল পর্বকে সামনে রেখে বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরিতে গ্রুপিং নির্ধারেণের জন্য ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের চার দল হলো- গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।

গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সরাসরি মূলপর্বে উঠেছিল। তখন মূল পর্বে নিজেদের গ্রুপে উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হারের পর জাপানের কাছে ৩-০ ও অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশের কিশোরী দল। এবার বদলে যাওয়া ফরম্যাটের বাছাইয়ের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় পর্বে রানার্সআপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফসি

২৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ