Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসছে ক্ষমতায় আসছে বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১০:৪১ এএম | আপডেট : ১২:২৯ পিএম, ২৩ মে, ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন পর্যন্ত ৫৩৩টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩০৩টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১০৪টি, এমজিবি ৩১টি এবং অন্যান্য দল পেয়েছে ৯৫টি আসন।

নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। সে হিসাবে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজেপি এরই মধ্যে ২৭১টিরও বেশি আসন পেয়েছে। অর্থাৎ জয়ের জন্য টার্গেট অতিক্রম করেছে তারা।

এর আগে আজ বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে তারা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ