বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে গলায় লুঙ্গি বাঁধা অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে, যার পাশে মাদক সেবনের সরঞ্জাম পেয়েছে পুলিশ।
পুবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, শহরের পুবাইল ডেমুরপাড়া এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানালেও তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
ওসি নাজমুল বলেন, ডেমুরপাড়া এলাকায় পতিত জমিতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
“তার মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া গলায় লুঙ্গি বাঁধা ছিল। আর পাশে মাদক সেবনের সরঞ্জাম পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।