Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদুল আকসায় ২ লাখ মুসল্লির নামাজ আদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দুই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব আনাদোলুকে জানান, রমজানের দ্বিতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন। তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্তে¡ও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন। দখলদার ইসরাইলি বাহিনী কেবল মাত্র চল্লিশ বছরের বেশি ও ১২ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশে অনুমতি দিয়েছিল। আনাদোলুর স্থানীয় সংবাদদাতা জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বার এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোয় ইসরাইলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছেন। ইসরাইলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আল আকসায় জুমা আদায় করতে আসায় বিষয়টির প্রশংসা করেন মসজিদের খতিব শেখ ইসমাঈল নুহদাহ। জুমার খুতবায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আল আকসায় ছুটে আসার বিষয়টি প্রশংসনীয়। শেখ নুহদা বলেন, এভাবে লাখো মুসল্লির আগমন তাদের মসজিদটিকে আটকে রাখার ব্যাপারে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। আনাদোলু।



 

Show all comments
  • Asad azad ১৯ মে, ২০১৯, ৯:২৪ এএম says : 0
    اللهم انصر الاسلام و المسلمين في كل مكان
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ১৯ মে, ২০১৯, ১১:১৭ এএম says : 0
    আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো।
    Total Reply(0) Reply
  • নাসির ১৯ মে, ২০১৯, ১১:২২ এএম says : 0
    আল হামদু লিল্লাহ
    Total Reply(0) Reply
  • জামিল ১৯ মে, ২০১৯, ১১:২২ এএম says : 0
    আল্লাহ যেন আমাকেও একবার ওখানে নামাজ পড়ার তৌফিক দান করেন।
    Total Reply(0) Reply
  • তানবীর ১৯ মে, ২০১৯, ১১:২৩ এএম says : 0
    বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আল আকসায় ছুটে আসার বিষয়টি প্রশংসনীয়।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২০ মে, ২০১৯, ১২:৫৯ এএম says : 0
    বিশ্বের ইসলামের তৃতীয় পবিত্র স্হান বায়তুল মোকাদ্দেস লক্ষ লক্ষ ঈমানদার মুসলিম জুম্মার নামাজ আদায়কারী ভাইদের লক্ষ কোটি সালাম অসংখ্য নবী রাসুল{সাঃ}এই পবিত্র স্হানের হেফাজতের কারী একমাত্র মহান আল্লাহ। এইক্ষন স্হায়ী দুনিয়াতে এইজন ঈমানদার মুসলমান প্রতি নিয়ত দুঃখ কষ্টের মাঝেই ঈমানের পরিক্ষাই থাকতে হয়। ফিলিস্তিনের জন সাধারনের ভয়াবহ হত্যাকান্ড নারী শিশু সহ মুসলমানদের নির্মমভাবে অত্যাচার পৃথিবীর সব বর্বরতা হার মানিয়েছে। ইসরাইল আমেরিকার মদতপুষ্ট দখলদার ইহুদি কৃষ্টান বিরুদ্ধে বিশ্ব মুসলিম প্রতিবাদী হলেও আমেরিকার হস্তক্ষেপে প্রকাশ্য গোপনে ইহুদি দের রক্ষক। একমাত্র আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া এই যুদ্ধে বিজয়ী হওয়া যাবেনা। পৃথিবীর কোন সময়ে এত মুসলিম ছিল না। দুইশত কোটি মুসলমানদের আমরা ঐক্যবদ্ধ নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা{সাঃ} বলেছিলেন বনি ইস্ররাইল বাহাত্তর পেরকা হয়ছে। আমার উম্মতের মাঝে হবে তিয়াত্তর পেরকা। বাহাত্তর দল জাহান্নামী হবে। একটি মাত্র দল থাকবে হকের মধ্যে। এই সব আলামত আমরা পরিলক্ষিত করছি। এই হকের মাঝে পরিচালিত দল কোনটি। তাদের চিনবেন কিভাবে। বিরাট প্রশ্ন। এই পকৃত ঈমানদার মুসলিম পবিত্র কোরান সুন্নাহ সাহেবায়ে কেরামের আদশ্য ধারণকারী ঈমানদার কাপেলা দৌদ্দশত হিজরীর ঈমাম মোজাদ্দেদ আজম শাহ মোহাম্মদ আলতাফ রাহমান আলাভী{রা} ঈমান রক্ষা করার জন্য বিশ্বের মুসলমানদের নিকট লিখিত ফতোয়া দিয়ে গেছেন। আল্লাহ বিশ্বের মুসলমানদের জানার বুঝার তৌফিক দান করুক। আমিন।
    Total Reply(0) Reply
  • MD Zakir Hossain ২৪ মে, ২০১৯, ১০:১৮ এএম says : 0
    আল্লাহ যেন আমাকেও একবার ওখানে নামাজ পড়ার তৌফিক দান করেন।
    Total Reply(0) Reply
  • SHAHIDUL ২৭ মে, ২০১৯, ৮:২১ পিএম says : 0
    AMIN
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ