নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আরামবাগ ক্রীড়া সংঘ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি স্থগিত হয়ে যায়। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হলেও মাত্র চার মিনিট খেলা চলে। এরপরই হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। তুমুল ঝড়ে উড়ে যায় দু’দলের ডাগআউট টেন্ট। উপায়ান্তর না দেখে মাঠে থাকা মোহমেডান ও আরামবাগের ফুটবলাররা নিরাপদ আশ্রয় খুঁজতে ভোঁ দৌঁড় দেন ড্রেসিং রুমের দিকে। ঝড় শুরুর সময় বাতাসে গ্যালারির সব ময়লা আবর্জনা উড়ে আসে মাঠে। এরপরেই মুষুলধারে বৃষ্টি নামে। ধীরে ধীরে নিভে যায় ফ্ল্যাড লাইট। প্রায় আধঘণ্টা পর বৃষ্টি থামলেও ম্যাচটি আর মাঠে গড়ায়নি। এক ঘণ্টা পর রেফারি সুজিত ব্যানার্জী সহকারীদের নিয়ে মাঠ পর্যবেক্ষণে নামেন। ম্যাচ কমিশনার ইব্রাহিম নাসের বলেন, ‘বজ্রপাতের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। বাইলজ অনুযায়ী আমরা ম্যাচের পর ৩০ মিনিট এবং আরো অতিরিক্ত ৩০ মিনিট অপেক্ষা করার পর দেখেছি আশে পাশে এখনো বজ্রপাত হচ্ছে। ফলে খেলা চালানো সম্ভব নয়। তাই আজকের (শুক্রবারের) আরামবাগ-মোহামেডান ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলো। এই ম্যাচের পরবর্তী দিনক্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে দেবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।