গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপভ্যানের সংঘর্ষে এক পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিহাবের বাবা মাসহ চার জন আহত হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া জানান, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার তার মা শারমিন ও নানি মলি বেগম এবং মামা আলামিন অটোরিকশায় করে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিলেন। অটোরিকশাটি সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালক শাহাদাতসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতলে চিকিৎসাধীন।
হান্নান মিয়া আরো জানান, আহতদের বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বরে। নিহত শিহাবের বাবার নাম রাসেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।