শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
পৃথিবীর আড়াই শহরে মাকে ভালোবাসতে কখনো দিনক্ষণ লাগে না তবু হাজারো আবেগ,অনুভূতি জড়ানো বায়োগ্রাফী বর্ণনায় মা হচ্ছে আত্মার একটি ব্লাড ব্যাংক।
সকল মায়া,স্বর্গের শান্তি এবং প্রতিটি সন্তানের জন্য রক্ষাকবচ।
কেননা,পৃথিবীর ধ্রুব সত্য শব্দটি হলোগ্ধমা।প্রথমত আমি জীবনে দার্শনিক দ্যুতি খুঁজে পেতে মাকে আমার বৃহত্তম জ্ঞানের লাইব্রেরী ও অন্নপুরাণ ভাবি।
এবং যে মা নিজের শরীরের রক্ত দুগ্ধদানে পরিণত করে
আমাকে তাঁর সন্তানে লালল পালন করেছেন তিনি হলেন শ্রেষ্ঠ নারী,স্নেহনিলয়ী মা।আমার মাকে আমি বর্ণনা করি,বন্ধনা করি বিশ্বব্রহ্মাÐের সকল
সৌন্দর্যবর্ধনের মতো,মা হলো আপজন,ভালোবাসতে কোনো কারণ লাগে না
(তাই মা তোমাকে অজগ্র ভালোবাসি)মা হলো শ্রদ্ধার পাত্র,
যে পাত্রে সন্তানের জন্য শ্রেষ্ঠ স্নেহ জমা থাকে।যেমন কোনো কিছুর ভুল হলে
শাসন বারণ করে।ভালো কিছুর প্রশংসা করে।ভালো কাজের আদেশ দেয়।
মার্জনীয় হাসিখুশিতে দোয়া করতে থাকে।
একদিন মাকে জিজ্ঞাসা করলাম,মা তুমি কেমন আছো?উত্তর দিয়ে বললেন
আমি ভালো আছি বাবা,এই ভালো শব্দটি মা হতে নিমিষে বেরিয়ে আসলো।
অথচ অসংখ্য দুশ্চিন্তা ছাপ থাকা সত্তে¡ও অকপটে স্বীকার করেগ্ধভালো আছি।
কোনো সন্তানের ওপর এই দায়ভার সংসার জঞ্জালপূর্ণ মোহ চাপায় না
সেজন্য মা কখনো দু টাকার বাতাসী মোয়া নয়,পণ্য করে রাখার মতো
জিনিশ নয়।মা সর্বজনীনে বিস্তৃত।
মাকে কখনো পয়সা দিয়ে কেনা যায় না,কিনে রাখা যায় না এবং পৃথিবী দিয়ে
পরিমাপ করা যায় না।তাই মা হলো আমার স্বর্গ এবং মুক্তি।
সেজন্য অসংখ্য অমর বাণীগুলো প্রমাণ করে-
★ যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণীর প্রতি কর্তব্য পালন কর
এবং শ্রদ্ধা কর - আল কুরআন।
★ আমাকে একটি শিক্ষিত মা দাও
আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো।-নেপোলিয়ন
★ যার মা আছে সে কখনও গরীব নয় - আব্রাহাম লিংকন
★ মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক,যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট
জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসুদে অকৃত্রিম ভালোবাসা। - হুমায়ন আহমেদ
একবার একটি হরিণশাবক জঙ্গল ছেড়ে আরেক জঙ্গলে যাবার পথে গ্রোতপহারী
নদী সাঁতরাতে থাকে।শাবকটি যখন মাঝনদীতে পৌছয় তখন হন্তকুমির সুইপবার্ডের
মতো সোঁ সোঁ বেগে তেড়ে আসতে থাকল।মা হরিণটি নিজের বাচ্চাকে বাঁচবার জন্য
নদীতে ঝাপ দিলো।তারপর হন্তকুমিরের মুখে নিজের জীবন বিসর্জন দিয়ে তাঁর বাচ্চার রক্ষাকবচে প্রমাণ করলো যে, মা শব্দটি নিছক খড়িদাগ নয়,পৃথিবীর অমোচনীয় শব্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।