প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশ বরেণ্য সুরকার-সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দীর্ঘ এক মাস ধরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। সিআরপির নিউরোলজি ইউনিটের আউটপুট ইনচার্জ ফারজানা শারমিন রুমানা বলেন, আলাউদ্দীন আলীকে সিআরপিতে এক মাস চিকিৎসা দেয়ার পর এখন তিনি কিছুটা সুস্থ। প্রথম যখন তাকে সিআরপিতে নিয়ে আসা হয় তখন তিনি খুব অসুস্থ ছিলেন। শ্বাসনালী ও পাজরের বা পাশে নিস্তেজসহ নানা রোগে আক্রান্ত তিনি। তিনি জানান, কিংবদন্তী এই সঙ্গীতজ্ঞ আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এ জন্য তাকে প্রায় ছয় মাস সিআরপিতে চিকিৎসাধীন থাকতে হতে পারে। আর এই সময়ের মধ্যে তাকে চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে। সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মাস খানেক আগে বরেণ্যে এই শিল্পী গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কয়েকজন সঙ্গীতশিল্পী যোগাযোগ করেন। গত ৮ এপ্রিল এখানে তাকে ভর্তি করানো হয়। তিনি এখন আগের চেয়ে একটু সুস্থ। এখানে যে ধরনের সুবিধা দেওয়া সম্ভব আমরা তাকে সব ধরনের সুবিধা দিচ্ছি। আশা করি, খুব শিঘ্রই তিনি আবার গানে ফিরে আসবেন। আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দীন বলেন, আমার স্বামীর অসুস্থতাজনিত কারণে খুব বিপাকে পড়েছিলাম। কী করবো বুঝতে পারছিলাম না। তিনি অনেক অসুস্থ ছিলেন। সিআরপি আনার পর অনেকটা সুস্থ হয়েছেন। তার অসুস্থের ধরণটা অনেক বড় ছিল। আমি সিআরপির কাছে কৃতজ্ঞ। তার এই সুস্থতা ফিরে আসায় আমাদের নয় বছরের মেয়ে আদ্রীতা আলাউদ্দিন রাজকন্যাও খুব খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।