নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবিশ্বাস্যভাবে ছিটকে পড়ার পরও ক্লাব সভাপতি জোসেপ বার্তোমেউ’র সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ১ম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও গত মঙ্গলবার ফিরতি লেগে লিভারপুলের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি ছিল এ যাবতকালে লিভারপুলের সেরা প্রত্যাবর্তন।
এই পরাজয় ক্লাবটিতে ভালভার্দের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেয়। যদিও দায়িত্ব পালন করে যাবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এ কোচ বলেন, ‘আমি সেটি নিয়ে ভাবছি না। মোটেই না। আমি ভাল আছি। দায়িত্ব চালিয়ে যাবার মত সামর্থ্যও আছে। এখন আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এক ধাপ আগে বেড়ে পরিস্থিতির মোকাবেলা করা। পাথরের নীচে লুকিয়ে থেকে লাভ নেই।’
নিজেরে দুই মৌসুমেই বার্সাকে ঘরোয়া লিগ উপহার দেয়া কোচ বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি সব সময় তার সমর্থন পেয়ে থাকি, ক্লাবের সমর্থন পেয়ে থাকি। জানি, যখন এরকম একটি বিপর্যয়ের মুখে পড়বেন, তখন সব কিছুই নড়বরে হয়ে যায়। মনে হয় শিশুদের মত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। কিন্তু আপনাকে পুনর্গঠন করতে হবে।’
ইতোমধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। চলতি মাসের শেষদিকে কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে লাভ করবে ঘরোয়া টুর্নামেন্টের দ্বিমুকুট। কিন্তু দু’টি ট্রফি মিলেও কি লিভারপুলের কাছে হারের ক্ষত পূরণ করা সম্ভব?
mfvcwZi mg_©b cv‡”Qb fvjfv‡`©
†¯úvU©m †W¯‹ : D‡qdv P¨vw¤úqÝ wjM †_‡K Awek¦vm¨fv‡e wQU‡K covi ciI K¬ve mfvcwZ †Rv‡mc ev‡Z©v‡gDÕi mg_©b †c‡q‡Qb e‡j Rvwb‡q‡Qb ev‡m©‡jvbv †KvP Av‡b©‡¯Ív fvjfv‡`©|
P¨vw¤úqÝ wj‡Mi †mwg-dvBbv‡ji 1g †j‡M 3-0 †Mv‡j GwM‡q _vKvi ciI MZ g½jevi wdiwZ †j‡M wjfvicy‡ji Kv‡Q 4-0 †Mv‡j civwRZ n‡q Uyb©v‡g›U †_‡K wQU‡K c‡o ev‡m©‡jvbv| P¨vw¤úqÝ wj‡Mi BwZnv‡m GwU wQj G hveZKv‡j wjfvicy‡ji †miv cÖZ¨veZ©b|
GB civRq K¬vewU‡Z fvjfv‡`©i fwel¨r ûgwKi gy‡L †d‡j †`q| hw`I `vwqZ¡ cvjb K‡i hvevi AvMÖn cÖKvk K‡i‡Qb wZwb| †iveevi GK msev` m‡¤§j‡b Av‡R©›UvBb G †KvP e‡jb, ÔAvwg †mwU wb‡q fvewQ bv| †gv‡UB bv| Avwg fvj AvwQ| `vwqZ¡ Pvwj‡q hvevi gZ mvg_¨©I Av‡Q| GLb Avgvi †hwU Ki‡Z n‡e †mwU n‡”Q GK avc Av‡M †e‡o cwiw¯’wZi †gvKv‡ejv Kiv| cv_‡ii bx‡P jywK‡q †_‡K jvf †bB|Õ
wb‡R‡i `yB †gŠmy‡gB evm©v‡K N‡ivqv wjM Dcnvi †`qv †KvP e‡jb, ÔAvwg mfvcwZi m‡½ K_v e‡jwQ| Avwg me mgq Zvi mg_©b †c‡q _vwK, K¬v‡ei mg_©b †c‡q _vwK| Rvwb, hLb GiKg GKwU wech©‡qi gy‡L co‡eb, ZLb me wKQyB boe‡i n‡q hvq| g‡b nq wkï‡`i gZ mewKQy R¡vwj‡q cywo‡q QviLvi K‡i w`B| wKš‘ Avcbv‡K cybM©Vb Ki‡Z n‡e|Õ
B‡Zvg‡a¨ jv wjMvi wk‡ivcv N‡i Zz‡j‡Q ev‡m©‡jvbv| PjwZ gv‡mi †klw`‡K †Kvcv †`j †ii dvBbv‡j f¨v‡jwÝqv‡K nviv‡Z cvi‡j jvf Ki‡e N‡ivqv Uyb©v‡g‡›Ui wØgyKyU| wKš‘ `yÕwU Uªwd wg‡jI wK wjfvicy‡ji Kv‡Q nv‡ii ¶Z c~iY Kiv m¤¢e?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।