Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাইনালে হেরে শীর্ষে ওঠা হলো না হালেপের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ৫:৪১ পিএম

মাদ্রিদ ওপেনের ফাইনালে কিকি বার্তেন্সের কাছে হেরে যাওয়ায় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা হলো না রোমানিয়ান তারকা সিমোনা হালেপের।
জয় পেলেই সপ্তাহ শেষে র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান নোমানি ওসাকার জায়গায় হালেপকে দেখা যেত। কিন্তু শনিবার তিনি হেরে যান ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে।
ওদিকে বার্তেন্স এই শিরোপা দিয়ে গড়েছেন ইতিহাস। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফি এটি। সপ্তাহ শেষে নতুন র‌্যাঙ্কিংয়ে তাকে দেখা যাবে চতুর্থ স্থানে, কোন ডাচ নারী টেনিস খেলোয়াড়ের যা সর্বোচ্চ র‌্যাঙ্কিং। কোন সেট না হেরে মাদ্রিদ ওপেনের শিরোপা জেতা প্রথম নারীও তিনি। চার গ্র্যান্ড স্ল্যাজজয়ী হালেপকে হারিয়ে আসন্ন ফ্রেঞ্চ ওপেনের অন্যতম ফেভারিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ২৭ বছর বয়সী। আগামী ২৭মে থেকে শুরু হবে প্যারিসে ক্লে কোর্টের সবচেয়ে বড় লড়াই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ