Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১১:১৮ এএম

সাভারের আশুলিয়ার নরসিংহপুর থেকে আসলাম (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নরসিংহপুরের বেরন এলাকার চামড়া শুকানোর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসলাম ভোলা সদরের বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি মুল্লাবাজের মৃত হাসেম দেওয়ানের বাড়িতে বাবা-মার সঙ্গে থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার বেরন এলাকার হুজহু ভাইজিয়া গ্লোবস কোম্পনি লিমিটেডের চমড়া শুকানোর একটি খোলা মাঠে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার কাছে ড্যান্ডি (মাদক দ্রব্য) পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ