Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সহিংসতা ঠেকাতে অতিরিক্ত সেনা মোতায়েন

নির্বাচনের ষষ্ঠ দফা আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

অনেক চেষ্টা করেও ভারতের লোকসভা নির্বাচনের গত পাঁচ দফার ভোট গ্রহণে বিক্ষিপ্ত হিংসা রুখতে পারেনি নির্বাচন কমিশন। তাই আজ রোববার ষষ্ঠ দফার ভোট গ্রহণ বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। সেই অনুসারে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে তারা। এ দফায় স্থগিত একটি কেন্দ্র সহ ৭ রাজ্যের মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
ষষ্ঠ দফায় বিহারের ৪৮টির মধ্যে ৮ টি আসনে, হরিয়ানার ১০টির সব ক’টিতে, ঝাড়খন্ডের ১৪টির মধ্যে ৪টি, মধ্যপ্রদেশের ২৯টির মধ্যে ৮টি, দিল্লির ৭টির স’বকটি, উত্তরপ্রদেশের ৮০টির মধ্যে ১৪টি ও পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৮টি আসনে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশনের সূত্রে জানানো হয়েছে, ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে ৭১৩ কোম্পানি আধাসেনা। তবে তার মধ্যে ২৭ কোম্পানি থাকবে স্ট্রং রুমের পাহারায়। ফলে ৬৮৬ কোম্পানি থাকবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়। ষষ্ঠ দফায় এ রাজ্যে মোট ১৫,৪২৮টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৮০ দশমিক ৭৭ শতাংশ বুথে আধাসেনা থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন গত মঙ্গবারই জানিয়েছিলেন, ষষ্ঠ দফায় এরাজ্যে মোতায়েন থাকবে ৬৮৩ কোম্পানি আধাসেনা। যার ফলে ৭৩ শতাংশ বুথে থাকবে আধাসেনার পাহারা। তবে বাহিনী নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের হাতেই ছেড়ে রেখে ছিলেন তিনি। এদিন সেই সিদ্ধান্তই নেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। যার জেরে ষষ্ঠ দফায় রাজ্যে ৮০ দশমিক ৭৭ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ষষ্ঠ দফায় রাজ্য পুলিশের সঙ্গে ভোট পরিচালনায় যোগ দিচ্ছে কলকাতা পুলিশ। ২ হাজার পুলিশ র্কমীকে পাঠানো হল পশ্চিম মেদনিপুরে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে বাকি ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য অতিরিক্ত বৈদ্যুতিক ভোটযন্ত্র এবং ভিভিপ্যাট মেশিনের ব্যবস্থা করা হয়েছে বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা শ্রী সঞ্জয় বসু বলেন, যেহেতু সপ্তম দফায় দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত দ্বীপগুলিতে ভোটগ্রহণ করা হবে, তাই যোগাযোগ এবং পরিবহণের সমস্যার কথা মাথায় রেখে এইসব এলাকার জন্য অতিরিক্ত বৈদ্যুতিক ভোটযন্ত্র সংগ্রহ করে রাখা হবে। তিনি বলেন, আগামী দুটি ভোটের দিন নির্বাচকমন্ডলীর জন্য ন্যূনতম সবরকম সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। ভোটাররা যেহেতু প্রচন্ড গরম এবং রোদের মধ্যে ভোট দিতে যাবেন, তাই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে খাবার পানি এবং রোদ থেকে বাঁচার জন্য অস্থায়ী শেডের ব্যবস্থা করা হবে।
এছাড়াও, ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সহ জঙ্গলমহল এলাকায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা শ্রী সঞ্জয় বসু। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ পর্যন্ত ১৫.৫৩ লক্ষ লিটার মদ এবং নগদ ৬১.১০৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনের জাতীয় পোর্টালে ৪,৮৭২টি অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নাগরিক পোর্টালে ১১,৭০০টি এবং কমিশনের ‘সি-ভিজিল’ পোর্টালে ১১,৩৯৯টি অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। তিনি জানান, এইসব অভিযোগের অধিকাংশই নিষ্পত্তি করা হয়েছে। সূত্র: টিওআই।

পশ্চিম বঙ্গের ২ বুথে পুনর্র্নির্বাচন

এই সময় জানায়, পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যারাকপুর এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনর্র্নিবাচনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষণকারীদের দেয়া রিপোর্টের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আজ এই দুটি বুথে ফের ভোট নেয়া হবে।
শুক্রবার মধ্যরাতে নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ব্যারাকপুর লোকসভা আসনের বিজপুর বিধানসভার অন্তর্গত কাচরাপাড়ার ১১৬ নম্বর বুথে ফের ভোট নেয়া হবে। অপরটি আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরের বিধানসভার অন্তর্গত লস্করপুরের ১১০ নম্বর বুথে। আজ সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৬টা পর্যন্ত। পঞ্চম দফার লোকসভা ভোটে এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিগিংয়ের অভিযোগ তুলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পুনরায় ভোট নেয়ার দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে কমিশনের তরফে এই দাবি খারিজ করে দেয়া হয়। এখন রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের দেয়া রিপোর্টের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিল।



 

Show all comments
  • Muhammad Shafiuddin ১২ মে, ২০১৯, ১:৫০ এএম says : 0
    মোদির‌ পক্ষ নিয়েই কাজ করছে, কেন্দ্রীয় বাহিনী,, ইতিমধ্যে তা প্রমান হয়ে গেছে,, বিজেপির প্রার্থীদের সাথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, এমন কি ভোটারদেরও প্রভাবিত করছে বিজেপি ভোট দেওয়ার জন্য,,এসব ভিডিও এখন ভাইরাল‌
    Total Reply(0) Reply
  • মোঃ মুরাদ হোসেন ১২ মে, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    ভারতের নির্বাচন কমিশনের যদি হাঁটু দুর্বল হয়।? তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশনের হাঁটুই নেই ।
    Total Reply(0) Reply
  • Samrita Anwar ১২ মে, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    আরেকবার যদি মোদী আসলে কোন কিছুই ভালো মতো চলবে না সব ধ্বংস করে দেবে এরা. আমাদের মত........।।
    Total Reply(0) Reply
  • SD Shuvo ১২ মে, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    এর থেকে বাংলাদেশের গণতন্ত্র বেশি মজবুত আছে। ফালতু ভারত
    Total Reply(0) Reply
  • Rohul Amin Sajib ১২ মে, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    আমাদের নুরুল হুদাকে দায়িত্ব দিলেই সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবে..!
    Total Reply(0) Reply
  • Ashaduzzaman Pappu ১২ মে, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    ভারত বাংলাদেশ তো এখন ভাই ভাই,দুজনের রোগ একটাই।।।আর তাইতো বাংলাদেশের মতো ওদের নির্বাচন কমিশনও নষ্ট।।।
    Total Reply(0) Reply
  • Ziared Rahman ১২ মে, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    মুদি ভারত কে চার নাম্বার করে দিছে, বর্তমানে বাংলাদেশের থেকে দুই নাম্বার উপরে আছে মুদি সরকার...... ।
    Total Reply(0) Reply
  • Ruhul Islam Hero ১২ মে, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    Bangladesh become the role model for election
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ