Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লা লিগায় জামাল ভূঁইয়া!

অভিভূত বাফুফে সভাপতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৯:০০ পিএম

বিশ্বের অন্যতম সেরা স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার ম্যাচের ধরাভাষ্য দিবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামী ১৮ মে তিনি এই ধারাভাষ্য দিতে যাচ্ছেন। এদিন লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা আছে। বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষে এবং অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। এ দু’টির যে এক ম্যাচের ধারাভাষ্যসহ বিশ্লেষণ করবেন জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল। কোনটির ধারাভাষ্যে থাকবেন জামাল ভূঁইয়া? এর উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দুই ম্যাচের যে কোনো একটির ধারাভাষ্যে থাকবো। তবে ম্যাচটি এখনো চূড়ান্ত হয়নি।’

জামাল ভূঁইয়ার ধরাভাষ্য দেয়ার খবরে অভিভূত হয়ে পড়েন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার তিনি বলেন,‘খবরটি জানার পর থেকে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ধারাভাষ্য দেবেন বিশ্বের অন্যতম সেরা স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায়- এটা আমাদের ফুটবলের জন্য বিশাল খবর।’ সালাউদ্দিন কাল বাফুফে ভবন থেকেই জামালকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি বাংলাদেশ অধিনায়ককে ধন্যবাদ জানান, কিছুদিন আগে ফিফার ওয়েবসাইটকে দেয়া একটি সাক্ষাতকারের জন্যও। বাফুফে সভাপতি বলেন,‘বাংলাদেশের ফুটবল কিভাবে এগুচ্ছে সেটা কিন্তু ফিফাকে দেয়া সাক্ষাতকারে উল্লেখ করেছে জামাল।’ একই সময় সালাউদ্দিন টেলিফোনে জামালের সঙ্গে কথা বলেছেন লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও। আগামী ২৪ মে বাংলাদেশ জাতীয় ফুটবল দল থাইল্যান্ডে যাবে- অধিনায়ককে তাও জানিয়েছেন সালাউদ্দিন। তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের বাছাই পর্বে লাওসের বিপক্ষে ম্যাচের আগে তোমাদের থাইল্যান্ড পাঠাচ্ছি। সেখানে অনুশীলনের পাশপাশি দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে তোমরা। তারপর থাইল্যান্ড থেকেই চলে যাবে লাওস।’

১৮ মে লা লিগায় ধারাভাষ্য দিতে জামাল ভুঁইয়া অবশ্য স্পেনে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন দুবাইয়ে। সেখানে বিইন স্পোর্টস চ্যানেলে লা লিগার ধারাভাষ্য দেবেন বাংলাদেশ অধিনায়ক। দুবাই থেকে ঢাকায় ফিরবেন ১৯ মে। তারপর চার দিন ঢাকায় কাটিয়ে জামাল ভুঁইয়ারা জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের জন্য চলে যাবেন থাইল্যান্ডে। আগামী ৬ জুন লাওসের বিপক্ষে বাংলাদেশে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবে ভিয়েনতিয়েনে। ফিরতি ম্যাচ ঢাকায় ১১ জুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ