Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যামফোর্ড ব্রীজেই থাকছে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৪:২২ পিএম

আরো একবার চেলসির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে অতি সম্প্রতী স্ট্যামফোর্ড ব্রীজ থেকে তারা অন্য কোথাও সড়ে যাচ্ছে না। স্থানীয় নিউ সিভিল ইঞ্জিনিয়ার ম্যাগাজিনের সাম্প্রতীক এক তথ্যমতে জানা গেছে ১১৪ বছরের পুরনো স্ট্যামফোর্ড ব্রীজে চেলসির আর না থাকার সম্ভাবনাই বেশী। আর্থিক সুবিধার বিষয়টি বিবেচনা করে ‘ব্লুজ’ খ্যাত দলটি নতুন কোন স্টেডিয়ামে তাদের হোম গ্রাউন্ড বানানোর পরিকল্পনা করছে।
কিন্তু এসব তথ্যকে অযোৗক্তিক দাবী করে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে এমন কোন সম্ভাবনাই নেই। যদিও স্ট্যামফোর্ড ব্রীজের সংষ্কার নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন স্টেডিয়াম সংক্রান্ত গণমাধ্যমের ধারণা নিয়ে চেলসি অবগত আছে। তবে গত বছরের মে মাস থেকে ক্লাবের পজিশন অপরিবর্তিত রয়েছে। স্টেডিয়াম সংষ্কার প্রকল্পটি আপাতত আর্থিক কারনে বাঁধা পড়ে আছে। তবে এ ব্যপারে কোন অগ্রগতী হলে অবশ্যই সংশ্লিষ্ট সকলকে অবগত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ