Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে প্রাণ গেল বাবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১১:০১ এএম

চট্টগ্রামে সংঘবদ্ধ বখাটেদের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক পান দোকানি বাবা। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।


সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ খবর জানান।

নিহতের নাম মোস্তাক আহমেদ (৪৫)। তিনি ওই এলাকায় একটি পান-সিগারেটের দোকান চালাতেন।

ওসি আবুল কাশেম ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটে ওই এলাকায় আড্ডা দিচ্ছিল। সে সময় মোস্তাকের ছেলে নাঈম (১৮) আড্ডা দিতে নিষেধ করতেই বখাটেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়।

এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় গিয়ে নাঈমকে মারধর শুরু করে।

এক পর্যায়ে মোস্তাক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সেখানে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাকের বুকে ছুরি মারে।

রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুই বখাটেকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ