মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে চলমান লোকসভা নির্ভাচনের ভোটের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্বস্তি বাড়াল আমেরিকার টাইম ম্যাগাজিন। এই পত্রিকার সাম্প্রতিক এডিশনের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হয়েছে। আর হেডলাইনে লেখা হয়েছে, ‘ভারতের বিভাজনের প্রধান।’ এদিকে, তৃণমূলের কোনো প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ জন প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন মমতা ব্যানার্জী। একই সঙ্গে তার হুঁশিয়ারি, যদি প্রমাণ না-হয়, আপনাকে সবার সামনে ১০০ বার কান ধরে উঠবস করতে হবে। ভোটের মৌসুমে আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিনের কভার নিয়ে ভারতে বিতর্ক দানা বাঁধল। ম্যাগাজিনের গত ২০ মে-র সংস্করণের প্রচ্ছদে ছাপানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। হেডলাইনে লেখা হয়েছে, ‘ভারতের বিভাজনের প্রধান।’ ম্যাগাজিনের যে প্রতিবেদনের কারণে এই কভার করা হয়েছে, তা লিখেছেন আতীশ তসির। প্রতিবেদনটির হেডলাইন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি আর পাঁচ বছরের জন্য মোদির সরকারকে সহ্য করতে পারবে?’ প্রতিবেদনটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনাকে তুলনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘হিন্দু ও মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার কোনও ইচ্ছেই প্রকাশ করেননি মোদি।’
প্রতিবেদনে গুজরাটের হিংসায় প্রচুর মানুষের প্রাণহানির প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। গোটা লেখাতেই হিন্দু-মুসলসিমের সম্পর্ক নিয়ে, আর তাতে ‘মোদির হিন্দুত্বঘেঁসা মনোভাবের’ সমালোচনা করা হয়েছে।
এর আগেও, নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে প্রতিবেদন লেখা হয়েছে টাইম ম্যাগাজিনে। ২০১২ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, নরেন্দ্র মোদি একজন বিতর্কিত, উচ্চাকাক্ষী ও ক‚ট রাজনীতিক।
এদিকে, গত বৃহস্পতিবার পুরুলিয়ার সভায় মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া আখ্যা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়ার সভা থেকে মোদিকে তুলাধুনো করেন মমতা। প্রধানমন্ত্রীকে বিঁধে তার পাল্টা প্রশ্ন, কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। কে মন্ত্রী? এ রাজ্যের কয়লা খনিগুলি যে কেন্দ্রীয় পাহারায় থাকে, তা উল্লেখ করে মমতার তীর, কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!
মমতার কথায়, মোদি বলেছেন তৃণম‚লের প্রার্থী একজন কয়লা মাফিয়া। আমি তাকে চ্যালেঞ্জ করছি। প্রমাণ করুন আমি আমার সমস্ত প্রার্থীকে প্রত্যাহার করে নেব। আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে কান ধরে ১০০ বার উঠবস করতে হবে। আমার কাছে পেনড্রাইভ আছে, সেটা যদি প্রকাশ্যে আনি তাহলে প্রমাণ হয়ে যাবে কারা কয়লা খাদানে দুর্নীতি করে আর কারা গরু পাচার করে সমস্ত সত্য প্রকাশে চলে আসবে। সূত্র: এনডিটিভি, টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।