নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সেই কাতারকেই পেল বাংলাদেশের কিশোররা। একই টুর্নামেন্টের বাছাইয়ে যাদেরকে দু’বছর আগে তাদেরকে মাঠেই হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ফের এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণের জন্য ড্র হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে। যেখানে কাতার ছাড়াও লাল-সবুজদের প্রতিপক্ষ হিসেবে আছে ভুটান ও ইয়েমেন। এশিয়ার ৪৭টি দেশকে দুই জোনে ভাগ করে গ্রুপিং করা হয়েছে। পশ্চিম, দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে পশ্চিম জোন এবং পূর্ব এশিয়া এবং আশিয়ান দেশগুলোকে নিয়ে পূর্ব জোন। পশ্চিম জোনে দেশ ২৫ টি এবং পূর্ব জোনে ২২টি। দক্ষিণ এশিয়ার অন্য দেশের মধ্যে নেপাল ও শ্রীলঙ্কা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে আছে তাজিকিস্তান, জর্ডান ও কুয়েত। ভারত পড়েছে ‘বি’ গ্রুপে উজবেকিস্তান, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে। মালদ্বীপের জায়গা হয়েছে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইরান, আফগানিস্তান ও ফিলিস্তিন। এবং ‘ডি’ গ্রুপে পাকিস্তান, ওমান, সৌদি আরব ও সিরিয়া পরস্পরের মোকাবেলা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।