Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেশন্স লিগে পর্তুগাল দলে রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ৪:৪৯ পিএম

আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনালকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ ফার্নান্দো সান্তোস এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালে সান্তোসের অধীনেই পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশীপ জেতে। এটাই ছিল পর্তুগালের প্রথম বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জয়। আসন্ন নেশন্স লিগের ফাইনালকে সামনে রেখে সান্তোস বলেছেন, ‘আগামী ২৩ মে চূড়ান্ত দল ঘোষণা করা হবে, অবশ্যই এই দলে ফিরছেন সিআর সেভেন। গ্রুপ পর্বে তার বাদ পড়ার বিষয়টা ইতোমধ্যেই ব্যাখ্যা দেয়া হয়েছে এবং এর কারনও সকলেই বুঝতে পেরেছে।’
আগামী ৫ জুন নেশন্স লিগের সেমিফাইনালে সুইজারল্যান্ডের মোকাবেলা করবে পর্তুগাল। এই ম্যাচে জিততে পারলে তিন বছরের মধ্যে আরো একটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করবে পুর্তগীজরা। লিগের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ড।
ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের গ্রুপ পর্বে ৩৪ বছর বয়সী রোনালদো অংশ নেননি। তবে ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে বছরের শুরুতে ইউরো ২০২০ বাছাইপর্বে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন।
জুভেন্টাসের এই ফরোয়ার্ড পর্তুগালের জার্সি গায়ে ১৫৬ ম্যাচে করেছেন রেকর্ড ৮৫ গোল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ