বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে ৯ বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। সে রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের একটি সরকারী বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে বাড়ীর পাশে তুলাই নদীর ঘাগরাগাছি ঘাট এলাকার নির্জন ভুট্টা ক্ষেতে ঐ শিশুটি ধর্ষণের শিকার হয়। ধর্ষক একই ইউপি’র বিলাইমারী গ্রামের নওশাদের কিশোরপুত্র আরিফুল ইসলাম (১৫)। ঘটনার পর দুপুরে পরিবারের লোকজন ঐ শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় বিরল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমের জবানবন্দী গ্রহণ করে। তিনি জানান, শিশুটি পরিষ্কার তেমন কিছু বলতে পারছেনা। তবে অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলে দ্রুত এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলুর রহমান জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা বাইরে কোন আঘাতের চিহৃ পাইনি। ধর্ষন হয়েছে কিনা এ ব্যাপারটি নিশ্চিত হবার জন্য আমরা শিশুটিকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠাবো। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।