Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোপায় অনিশ্চিত ব্রাজিলের থিয়াগো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৪:৪২ পিএম

ডান পায়ের হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে পিএসজির ব্রাজিলীয় ডিফেন্ডার থিয়াগো সিলভার। যে কারণে আসন্ন কোপা আমেরিকায় তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে বলে মঙ্গলবার ব্রাজিলীয় দৈনিক ও গ্লোবোর রিপোর্টে বলা হয়েছে।
পত্রিকাটি তাদের ওই খবরের সুত্র উল্লেখ না করলেও সিলভার স্ত্রী ইসাবেলের ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ করা একটি ছবি ছাপা হয়েছে, যেখানে সিলভাকে ফ্রান্সের একটি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা গেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখন শুধুই সুস্থতার অপেক্ষা’।
ইসাবেলে সিলভার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার স্বামী সম্ভবত হাসপাতালের একটি বেডে শুয়ে থাকতে দেখা যায়। এরপর বিছনা থেকে উঠে ক্রাচে ভর দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় সিলভার ডান হাঁটু ব্যান্ডেজে মোড়ানো ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ