Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১০:৪৫ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলায় মসজিদে তারাবির নামাজের সময় মজিবর বেপারি (৫০) নামে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর একই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন। পরে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করেন।

মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা আবার তাকে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান, মজিবর বেপারির সঙ্গে তার ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।

এরই জের ধরে রাতে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়ে থাকতে পারে।

তবে যারা এ হামলা চালিয়েছে, তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ