Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লিভারপুলের বিপক্ষে স্মৃতিকাতর সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ৫:৫৮ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাতে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিভারপুল। গত বুধবার ন্যু ক্যাম্পে অনুষ্ঠেয় প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে বার্সা।
সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার আগে মনের ঝাঁপি খুলে দিয়েছেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, ‘অবশ্যই এখানে ভালো কয়েকটা বছর উপভোগের পর এটা বিশেষ কিছু। আর এখানে আমার কাটানো সময়ের জন্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমাকে তারা যেভাবে গ্রহণ করেছিল সেজন্য আমি লিভারপুলের কাছে কৃতজ্ঞ।’ ‘ভিন্ন দলের জার্সিতে এই সময়ে এখানে ফেরাটা খুব বিশেষ কিছু হবে। কিন্তু এখানে নিজের সময়ে আমার দারুণ সব স্মৃতি আছে।’
পরিচিত আঙ্গিনায় ফিরে উরুগুয়ান তারকা বলেন, ‘লিভারপুলের অধিনায়ক হওয়াটা আমার ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত। এটা এমন কিছু যা আমি কখনও ভুলব না।’ লিভারপুলের হয়ে সাড়ে তিন বছরে ১৩৩ ম্যাচে ৮২ গোল করেন সুয়ারেস। লিভারপুল সমর্থকরা তার রেকর্ড মনে রাখবে বলে বিশ্বাস বার্সা তারকার, ‘আমি এখানে সাড়ে তিন বছর ছিলাম এবং দলটা চার বা পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগের বাইরে ছিল। এখানে আমার শেষ বছরে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেলাম।’ ‘তাই আমি মনে করি, এখানে আমি যে কাজ করেছিলাম তা মানুষ জানে। আমি মনে করি, মাঠে দুয়োর চেয়ে হাততালি বেশি পাব। সম্ভবত খুব কম মানুষ আছেন যারা খুশি নন। কিন্তু আমি মনে করি, বেশিরভাগই খুশি এবং কৃতজ্ঞ।’
প্রথম লেগে তার গোলেই এগিয়ে যায় বার্সা। পরে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। গোলের পর বুনো উদযাপনের জন্য সমালোচনার মুখে পড়া সুয়ারেস ফিরতি পর্বে গোলের দেখা পেলে সেভাবে উদযাপন করবেন না বলে জানিয়েছেন, ‘গত সপ্তাহে গোল উদযাপন, যারা ফুটবল সম্পর্কে জানেন, যারা এই খেলা ভালোবাসে, তারা এর গুরুত্ব জানে। লিভারপুল সমর্থকদের জন্য আমার সর্বোচ্চ সম্মান আছে। কারণ আমি গোল করলাম এবং নিজের সমর্থকদের নিয়ে উদযাপন করলাম। আমি দুঃখ প্রকাশ করছি।’ ‘অবশ্যই এটা পরিষ্কার যে এখানে আমি লিভারপুলের বিপক্ষে কোনো গোল করলে একইভাবে উদযাপন করব না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ