Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যক্তি মালিকানাধীন বাস ৬ কোম্পানির অধীন হবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আপাতত ব্যক্তি মালিকানাধীন বাসকেই ৬টি কোম্পানির অধীন করা হবে। রাজধানীর বাস রুট রেশনালাইজেশন করতে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন তাই চলমান বিভিন্ন কোম্পানির বাস দিয়েই ২২টি রুটে ৬ রঙের বাস চালানোর এ চিন্তা ভাবনা চলছে।
গতকাল রোববার নগর ভবনে রাজধানী’র বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত এ কমিটির ৮ম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে রাজধানীতে আড়াই হাজার মালিকের প্রায় পাঁচ হাজার বাস চলমান রয়েছে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ সব বাস ৬টি কোম্পানির অধীন ২২টি রুটে চালানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এটি চ‚ড়ান্তভাবে বাস্তবায়ন করতে প্রায় দুই বছর প্রয়োজন হবে। যা সময় সাপেক্ষ। এজন্য আপাতত রাজধানীতে চলমান বিদ্যমান বাস নিয়ে ৬টি রঙ করে রুটগুলোতে পরিচালনা করার চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই চলছে। আগামী ২০ মে এ সংক্রান্ত পরবর্তী সভায় এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ধানমন্ডিতে বিআরটিসির বাস চালু করলেও যানজট আশানরূপ না কমা প্রসঙ্গে মেয়র বলেন, আসন্ন রমজানের কারণে রিকশাকে কিছুটা ছাড় দেয়া হচ্ছে। ঈদের পর রিকশা প্রধান সড়কে আর চলতে দেয়া হবে না। তখন এর পুরোপুরি সুফল পাওয়া যাবে। যানজট কমাতে ফুটপাতে হকারদের কোনভাবেই বসতে দেয়া হবে না বলেও মেয়র জানান।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যক্তি

২৫ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ