Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ ব্যক্তি নিহত আহত সাত

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজধানী জাকার্তার নবনিযুক্ত গভর্নরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত শুক্রবার জাকার্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ বেশ কয়েকজন। জাকার্তার গভর্নর হিসেবে প্রথমবারের মতো একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টানকে নিয়োগ দিয়েছে সরকার। বিরোধীদের অভিযোগ সম্প্রতি গভর্নর বাসুকি অহোক পবিত্র কোরআন শরীফের একটি আয়াত নিয়ে কৌতুক করেছেন। এ ঘটনার পর অহোকের পদত্যাগ দাবি তোলে মুসলিম সংগঠন ও বিরোধীরা। গত শুক্রবার অহোকের পদত্যাগ দাবিতে জাকার্তায় বিক্ষোভ করেছে প্রায় ৫০ হাজার মানুষ। রাতে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলে পুলিশ। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবীণ ব্যক্তি নিহত আহত সাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ