মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাত দফায় বিভক্ত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ আজ সোমবার। সাত রাজ্য জুড়ে ৫১টি আসনে আজ ভোট গ্রহণ হবে। ৫১টি আসনের মধ্যে উত্তরপ্রদেশের ১৪টি আসন, রাজস্থানের ১২টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৭টি করে, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৪টি এবং জম্বু-কাশ্মীরের ৩টি আসনে ভোট গ্রহণ হবে। আজ ভোট পরীক্ষা হবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধীর।
পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ১৪টি আসনে ভোট দেবের প্রায় ৩ লক্ষ ৩৯ হাজার ভোটার। এখানে প্রধানত ভোটের ময়দানে ত্রিমুখি লড়াই। বিজেপি, কংগ্রেস ও সপা-বসপা ও আরএলডি জোট। আজ এখানে ভাগ্য পরীক্ষা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, কংগ্রেস নেতা জিতেন প্রসাদ ও শত্রঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। যদিও পঞ্চম দফায় অমেঠি ও রায়বরেলিতে কোন প্রার্থী দেয়নি সপা-বসপা-আরএলডি জোট।
রাজস্থানের ১২টি আসনে ১৩৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেব প্রায় ৩ লক্ষ ভোটার। অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার স্বার্থে কমিশনের তরফে মোট ২৩ হাজার ৭৮৩টি বুথে মোট ৯৫ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। মোট ৬ হাজার বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। পাশাপাশি অন্য ভাবে স্বাভাবিক ও বয়স্ক ভোটার দের জন্য থাকছে ৬ হাজার হুইলচেয়ার। প্রচন্ড গরমে বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ও বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে শতাধিক স্বচ্ছাসেবক।
মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সাতটি করে আসনে নির্বাচন পঞ্চম দফায়। পশ্চিমবঙ্গে মোট ৮৩ জন প্রার্থী ভাগ্য নির্ভারণ করবেন প্রায় ১ কোটি ১৬ লক্ষ ৯১ হাজার ৮৮৯ জন ভোটার। বাংলায় প্রধানত ত্রিমুখি লড়াই। এখাসে বিজেপির প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম তথা বাম জোট। আবাধ ও স্বচ্ছ ভোট পরিচালনার জন্য ইতমধ্যে ৫৭৮ কোম্পানী আধাসেনাবাহিনী মোতায়েন করেছে কমিশন। অন্যদিকে মধ্যপ্রদেশে মোট ১১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটার।
ইতোমধ্যে ৪টি ধাপে ভারতীয় পার্লামেন্টের ৫৪৩ আসনের মথ্যে ৩৭৪টি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে শেষ ৩ ধাপে ১৬৯টি আসনে নির্বাচন। এই শেষ তিন ধাপের নির্বাচনকে বিজেপির জন্য বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশের ৪১টি আসন। এ আসনগুলোতে জয়ী হওয়াকে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে নির্বাচনের শেষ লগ্নে এসে মমতার শহর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো ও জনসভা করতে যাচ্ছে বিজেপি। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গে অনেকগুলো জনসভা করলেও কলকাতায় কোনো রোড শো করেননি মোদি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জানান, মোদিকে দিয়ে কলকাতার কোনো এক স্থানে জনসভা করানোর চেষ্টা চলছে। আগামী ১৫, ১৬ বা ১৭ মে’র যে কোনো একদিন তা হতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা চাইছেন, সপ্তম দফা ভোট প্রচারের শেষ দিন ১৭ মে কলকাতায় রোড-শো করুন মোদি। শেষলগ্নের প্রচারে ঝড় তুলে কলকাতা এবং পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলকে টেক্কা দেওয়া যাবে বলে মনে করছেন তারা। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘কলকাতার দু’টি কেন্দ্রে বিজেপির হাওয়া থাকলেও প্রার্থীরা তেমন মজবুত নয়। একজন সাতবার লড়েও জিততে পারেননি। অন্যজনের উপর দলীয় কর্মীরাই ক্ষুব্ধ। শেষ মুহূর্তে নরেন্দ্র মোদির রোড-শো সেই ঘাটতি হয়তো পূরণ করতে পারবে।’ তবে প্রধানমন্ত্রীর রোড-শোর রুট ম্যাপ এখনও তৈরি হয়নি। সূত্র: টিওআই, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।