গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৪৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন জানান, সকালে বিমানবন্দর এলাকায় পদ্মা অয়েল পাম্প গেটের সামনে একটি বাস মোজাম্মেল হকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা উইমেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোজাম্মেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, মোজাম্মেল হকের বাড়ি ধামরাইয়ে। তিনি গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন। মরদেহ ময়নাদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।