মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিষেধাজ্ঞা অমান্য করে প্রচার চালানোয় মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বাবরি মসজিদ ধ্বংস নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তিন দিন প্রচার করতে পারবেন না প্রজ্ঞা, এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। তার মধ্যেই ফের নির্বাচনী প্রচার চালানোয় ফের কমিশনের তোপের মুখে পড়লেন প্রজ্ঞা।
কিছু দিন আগেই একটি টেলিভিশন চ্যানেলে বক্তৃতা করতে গিয়ে বাবরি মসজিদ ভাঙা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেছিলেন, ‘আমরা দেশের ইতিহাস থেকে একটি ক্ষত মুছে দিয়েছি। আমরা সবাই ওই সৌধ ভাঙতে গিয়েছিলাম। আমি গর্বিত, যে ভগবান আমাকে এই সুযোগ দিয়েছিলেন ও সেই সুযোগের সদ্ব্যবহার করেছিলাম আমি। ওই জায়গাতে নিশ্চিত ভাবেই মন্দির বানাবো আমরা।’
এই বিতর্কিত মন্তব্য সামনে আসার পরই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি লঙ্ঘন করার দায়ে গত বৃহস্পতিবার থেকে তিন দিন কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না প্রজ্ঞা ঠাকুর, এমনটাই জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। তিনি এই নিষেধাজ্ঞা মেনে কাজ করবেন, নির্বাচন কমিশনকে এমনটাও জানিয়েছিলেন মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী।
কিন্তু সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই প্রচার চালিয়ে যাচ্ছেন প্রজ্ঞা, এই অভিযোগ পাওয়ার পর তাকে ফের নোটিস পাঠালো নির্বাচনী কমিশন। কেন তিনি কমিশনের তোয়াক্কা না করে প্রচার চালিয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে প্রজ্ঞার কাছে। তার বিরুদ্ধে একটি এফআইআর-ও করা হয়েছে। আগামী সোমবার মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রে তার বিরুদ্ধে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দিগ্বিজয় সিংহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।