Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১১:১৮ এএম

সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায়এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কালিগঞ্জ উপজেলার তালিকাভ‚ক্ত নোভা সরদার হিসাবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি নোভা সরদার একজন তালিকাভ‚ক্ত খুনি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিগঞ্জে ভ‚মিহীন জনপদ বৈরাগীরচকে আশরাফ ও ইসহাক জোড়াখুনসহ ১৬ টি মামলা রয়েছে। 

কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে আজ রোববার সকালে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয় । এ সময় সেখানে পাওয়া যায় একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, রামদা ও বোমা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান আজ ভোরে তিনি খবর পান যে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনা¯’লে যেয়ে পুলিশ পড়ে থাকা লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেয়। গ্রামবাসী তাকে শনাক্ত করে জানান ওই ব্যক্তির নাম নোভা সরদার (৫৫) । তার বাবার নাম ঠান্ডাই সরদার। কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে তার বাড়ি।
ওসি আরও জানান থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুনসহ চারটি হত্যা ছাড়াও আরও ১২ টিসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল।
প্রাথমিক তদন্তে তিনি জানান খুন খারাবি নিয়ে দুই গ্রæপ খুনির মধ্যে কোনো কারণ বশত: এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে নোভা।
কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়না তদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ