Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদীর বায়োপিক মুক্তির চূড়ান্ত দিন ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৩:৩৮ পিএম | আপডেট : ১২:২৫ এএম, ৫ মে, ২০১৯

ভারতে চলছে লোকসভা নির্বাচন। কথা ছিল ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর বায়োপিক মুক্তি পাবে। তবে নানা জটিলতার মধ্যে কয়েকবার ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে ভোটের মধ্যে নয়, ভোটের ফলাফল বেরোনোর পরই মুক্তি পাবে নরেন্দ্র মোদির বায়োপিক। আগামী ২৩ মে লোকসভা ভোটের ফলাফল। এর পরদিন অর্থাৎ ২৪ মে মুক্তি পাবে সিনেমাটি। গত শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে এই ছবির নির্মাতাদের পক্ষ থেকে। উমঙ্গ কুমার পরিচালিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি দিন ঠিক হওয়ার পর নিজের টুইটারে এই বার্তাই জানান দিয়েছেন ছবিটির অভিনেতা বিবেক ওবেরয়।

এর আগে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল বিবেক ওবেরয় অভিনীত সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। শেষ পর্যন্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও।

সুপ্রিম কোর্টের একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘পি এম নরেন্দ্র মোদী’ শুধুমাত্র একটি বায়োপিক নয়। এর সংলাপ, উপস্থাপনার প্রতিটি পরতে পরতে রয়েছে রাজনৈতিক রঙ এবং রাজনৈতিক নেতাদের নিয়ে স্তুতিবাক্য। সিনেমাটি দেখার পর শীর্ষ আদালত ছবি মুক্তি নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব দেয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন শীর্ষ আদালতে এই ছবিকে ‘জীবনীমূলক’ আখ্যা দিয়ে জানায়, চলতি লোকসভা নির্বাচনের সময় এই ছবিটি কোনও একটি বিশেষ দলের ভাবমূর্তি উন্নতিতে সাহায্য করবে। ফলে অবশ্যই নির্বাচনী বিধিকে লঙ্ঘন করা হবে। তাইতো ছবিটি মুক্তির একদিন আগে নির্বাচন কমিশন জানায়, লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি পেলে তা নির্বাচনের ভারসাম্য নষ্ট করবে। তাই ভোট চলাকালীন ছবিটির মুক্তি সম্ভব নয়। এসব বিতর্ক এড়াতেই সিনেমাটির মুক্তির দিন আবারও পিছিয়ে ২৪ মে করা হয়েছে।

ছোটবেলা থেকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত যাত্রাপথকে দেখানো হবে ছবিতে। এই ছবিতে বিবেক ছাড়াও রয়েছেন বোমান ইরানি, বরখা বিস্ত, দর্শন কুমার, জরিনা ওহায়াব, মনোজ যোশী ও আরও অনেকে। এদিকে দেরি করে মুক্তি পেলেও সিনেমাটি সাফল্য অর্জন করবে। এমনটাই আশা প্রকাশ করেন সিনেমার প্রযোজক সন্দীপ সিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ