Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লে অফের আশা টিকে রইল কলকাতার

আইপিএল টি-২০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৫৭ এএম | আপডেট : ১০:৪৫ এএম, ৪ মে, ২০১৯

আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে হাই স্কোরিং ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা।

টস হেরে ব্যাট করা পাঞ্জাব বড় স্কোরের দেখা পায় স্যাম কারানের ২৪ বলে করা অপরাজিত ৫৫ রানে। এর আগে স্কোর বোর্ড সমৃদ্ধ করতে কার্যকরী ভূমিকা রাখে নিকোলাস পুরানের ২৭ বলে করা ৪৮ আর আগারওয়ালের দ্রুত গতির ৩৬ রান। মন্দীপ সিংহও ২৫ রানে ভূমিকা রাখেন।

ক্রিস গেইল ১৪ রানের বেশি করতে পারেননি। তাতে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে পাঞ্জাব।

জিততেই হবে এই ম্যাচ- এমন মানসিকতায় শুরু থেকে দৃঢ় প্রত্যয়ী ছিলেন কলকাতা ওপেনার শুবমান গিল। তার ৪৯ বলে করা অপরাজিত ৬৫ রানেই জয়ের বন্দরে নোঙর ফেলেছে কলকাতা। ক্রিস লিন ২২ বলে ৪৬ রান করে তার সঙ্গী হয়ে উড়ন্ত সূচনায় ভূমিকা রেখেছেন।

আন্দ্রে রাসেল দ্বিতীয় জীবন পেয়ে ১৪ বলে ২৪ রান তুললেও তাকে বিদায় দিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলো পাঞ্জাব। তাতেও কলকাতাকে রুখতে পারেনি পাঞ্জাব।

শেষ দিকে অধিনায়ক দিনেশ কার্তিকের ৯ বলে করা ২১ রানের মিনি ঝড় ১৮ ওভারেই এনে দেয় ফল। তাতে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলকাতা। ম্যাচসেরা শুবমান গিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ