Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজৈরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

 মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকায় ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঐ স্কুল ছাত্রী নানা বাড়ি থেকে নিজ বাড়ি আসার পথে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদার (২৮) কে গতকাল শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ির পাশেই নানা বাড়ি থেকে নিজ বাড়ি আসছিল। পথিমধ্যে একই গ্রামের জলিল হাওলাদারের বখাটে ছেলে হাফিজুল হাওলাদার ঐ স্কুল ছাত্রীকে একা পেয়ে রাস্তার পাশে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক পালিয়ে যায়। শিশুর পরিবারে রাতেই রক্তাক্ত অবস্থায় শিশুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের শিকার ঐ ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
শিশুটির মা বলেন, আমরা গরীব ও অহসায় মানুষ বলে এত ছোট মেয়েকে যে ভাবে ক্ষতি করলো লম্পট আজিজুল আমি এর কঠোর বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মো. রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের শিকার একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেল চারটার দিকে গ্রেফতার করা হয়েছে।

 

 



 

Show all comments
  • MD:RUBEL KHAN ৪ মে, ২০১৯, ১০:৪৮ এএম says : 0
    ame ar pase cay
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ